বগুড়া শিক্ষার্থী সৌরভ হাসানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 hours ago

বগুড়া প্রতিনিধি:

বগুড়া টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ হাসান (২০) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারায় নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখেন, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সমাজ সেবক শাহিনুর রহমান টম্পি নিশিন্দারা ইউপির ৯নং ওয়ার্ড সদস্য জুলফিকার সরকার,ইকবাল হোসেন তালুকদার,জাকির হোসেন,আনোয়ার হোসেন,রেজাউল করিম,সজিব, বাবা,আব্দুল মোমিন,মা আলেফ বানু, বড় ভাই আলী হাসান শাওন প্রমূখ। মানববন্ধনে এলাকার হাজারো নারী পুরুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য পুলিশ ও এলাকাবাসী সূত্র জানান সৌরভ হাসান বগুড়া সদরের ঠেঙ্গামারা দক্ষিণপাড়া আব্দুল মোমিনের ছেলে। তিনি গত শনিবার(১নভেম্বর) রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকায় একটি দোকানে সহপাঠীদের সঙ্গে বসে চা পান করছিলেন। এসময় তার কয়েকজন বন্ধু সেখানে আসেন। তারা সৌরভকে ডেকে নিয়ে যান।

আধাঘণ্টা পর বন্ধুদের একজন মোবাইল ফোনে স্বজনদের জানান, সৌরভ হাসান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে সৌরভের রক্তাক্ত লাশ দেখতে পান। সেখানে তার বন্ধুদের কাউকে পাওয়া যায়নি।

এদিকে সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্ব কোনও বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি সেখানে।
বগুড়া সদর থানার এসআই আনিসুর রহমান জানান, সৌরভকে ডেকে নিয়ে যাওয়া বন্ধুদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনে সৌরভ হাসানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ বগুড়া জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

error: Content is protected !!