বগুড়ায় গুলিবিদ্ধ সোকেন মানবতার জীবন যাপন করছে দেখার কেউ নেই

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

মো: রিপন ইসলাম (বগুড়া প্রতিনিধি):

ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র- জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট বগুড়া শহরের বড়গোড়া ও থানার মোড়ে পায়ে গুলিবিদ্ধ হয়ে টিএমএসএস হাসপাতালে ভর্তি হন ভ্যান চালক শ্রমিক নুর আলম সোকেন(৪০)। সোকেন বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের মাটিডালী বেইলি ব্রিজ সংলগ্ন করতোয়া নামাপাড়া গ্রামের দিন মজুর সিদ্দিক হোসেন পুত্র।

অবস্থা আশংখাজনক হলে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে পরবর্তীতে তাকে ক্যান্টমেন্ট সিএমএ ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সোকেনকে রিলিজ দিয়ে কিছু ঔষধ দিলেও প্রচন্ড ব্যাথার কারনে প্রতিদিন ১১০ টাকা মূল্যের ব্যাথানাশক ঔষধ সেবন করতে হচ্ছে। ২ দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি ঔষধ কিনা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। গরিব ও অসহায় সোকেন দীর্ঘ এক মাস হাসপাতালে ভর্তি থাকলেও স্থানীয় কোন জনপ্রতি, বিত্তবান ও রাজনৈতিক দলগুলোর কোন নেতাকর্মী তার চিকিৎসার খোঁজ খবর নিতে যায়নি।
গত দুদিন ধরে ঔষধ কিনা তো দূরের কথা, অসহায় ভ্যান চালক শ্রমিক নুর আলম সকেনের পরিবার অনাহারে অর্ধহার দিন কাটাচ্ছে।

একটু সহায়তা পেলে তাদের এই দুঃখ দুর্শা দূর হবে।
সোকেনের পরিবার স্থানীয় জনপ্রতি, বিত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করছেন।

error: Content is protected !!