বগুড়ায় ওয়ার্ড  যুবদলের উদ্যোগে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 16 hours ago

মো: রিপন বগুড়া প্রতিনিধিঃ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে গরীব, অসহায় ও ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শান্তিপূর্ণ ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার সকাল ১১ টায় মাটিডালী বন্দরে ১৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মীর আলম হোসেন মনির এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সদর উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল।

১৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শহর বিএনপির সহ ধর্মীয় সম্পাদক আঃ গোফফার, মৎস্যজীবি দলের যুগ্ন সাধারণ সম্পাদক আলিফ সরদার , মহিলা দলের নেত্রী আয়েশা সিদ্দিকা শিরিন,

১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, বিএনপিনপতা রনজু, মাসুদ, ১৭নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মেহেদী হাসান, তাজু ইসলাম, আলমগীর, হালিম,ছাত্রনেতা শাহ পরান রিয়াদ, যুবনেতা শাকিল, রাব্বি, সিরাজুল, সোহান, রাব্বি হাসান, সহিদসহ ওয়ার্ড যুবদল ও মৎসজীবি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!