মোঃ আরিফুল ইসলাম (আরিফ) মনিরামপুর:
ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF) এর উদ্যোগে জোকা কোমরপোল বাজার সংলগ্ন ০৯ নং ঝাঁপা ইউনিয়নেএকজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
পরিবারে পুরুষ সদস্য না থাকায় আন্টি ব্রাক NGO তে হাতে সেলাইয়ের কাজ করে মাসে ২-৩ হাজার টাকা উপার্জন করে।সাথে আছে দুইটা শিশু। দুজনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ।
জীবনের এই নির্মম মুহুর্তে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবন বিপন্নের মুখে।
ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF)খবর টি জানতে পেরে উক্ত পরিবার -কে স্বাবলম্বী করার জন্য তাদের হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে।
সকলেই এ পরিবারের জন্য দোয়া এবং তার বাচ্চার জন্য এবং ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF)এর জন্য দোয়া কামনা করেন।