ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ ও আয়োজনে র্যালী, পথসভা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় “তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ, মানবতার টানে ভয় নেই রক্তদানে” এই স্লোগান নিয়ে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্ট থেকে একটি র্যালি বের করে। র্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্ট এক পথ সভা অনুষ্ঠিত করে।
এসময় সংগঠনের সভাপতি মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নুরনবী মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সলিমুল্লাহ, দাতা সদস্য ও উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে।
পরবর্তীতে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।