ফাগুনের হাওয়া

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মুহাঃ মোশাররফ হোসেন

ফাগুনের হাওয়াই লেগেছে দোলা
পাচ্ছেনা কোনো কুল,
সৌরভ নাই আছে গৌরব
ফুটেছে সেই কৃষ্ণচূড়া ফুল।

কোকিল ডেকে হেঁকে
লাল করেছে নয়ন,
ভালোবাসা দিবসে গোলাপের
পাপড়িতে করিতেছে চয়ন।

বিয়ের পিড়িতে লাল করিতেছে
বিয়ে বাড়ির কনে,
লাল হয়েছে মাতৃভূমি
এদেশ স্বাধীনতার কারনে।

তাজা রক্তে লাল হয়েছে
এই বাংলাদেশের মাটি,
হত্যা রাহাজানিতে ছেয়ে গেছে
এদেশটা হয়েছে চাঁদাবাজির ঘাঁটি।

মন রাঙিয়ে ফাগুন লাল হইতেছে
হোলি খেলায় মেতে!
গোধূলিতে সূর্য হয়েছে লাল
ভালোবাসার ছোঁয়া পেতে।

error: Content is protected !!