ডেস্ক রিপোর্টঃ
ফখরুল কি বললো সেটা বিষয় নয়, জানুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বুঝতে পেরেছে জনগণের ভোটে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তাই ষড়যন্ত্র করছে দলটি।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। যারা নির্বাচন চায় না তারা বিশৃঙ্খলা করে পরিবেশটাকে ধ্বংস করতে চায়। এই অপশক্তিকে বার বার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেয়া উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চিরতরে এই অপশক্তির অবসান ঘটাতে হবে।
যুক্তরাষ্ট্রের আইআরআইয়ের জরিপ অনুযায়ী বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল বলে জানান ওবায়দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর
সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ।
সি,বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট২৪