প্রিয়া

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন

প্রিয়া” তুই আসবি কবে বল?
হৃদয় জুড়ে আনন্দ মেলার দল,
গাঁথবো তোরে চিকন সুতায়
রাখবো তুলে সবার মাথায়।

ও প্রিয়া” তুই করিস না আর রাগ
দেখা দিয়ে করলি কেন আবার ত্যাগ,
আমি নাহি কোন দেবতা
জ্ঞানের ভান্ডারে আমি স্তব্দতা।

শুন্য আমি
দিতে পারি না জনম জনম,
আছে শুধু ভালবাসা
আর কাগজ’ কলম।

ও প্রিয়া” তোর হৃদয়ে দিস ঠাই
জানি! তুই হয়তো হবে না আমায়,
ও প্রিয়া” কি দিলে তুই আমায় হবে?
আকাশের চাঁদ এসে কপালে টিপ দিলে কি হবে?

জানি! এসব কিছু চাইস না তুই আজ
তবে দেরি কেন প্রিয়া? কেন করছিস লাজ?
তব খুলে দে তোর রুদ্ধদার
কাগজে নয়” ঠায় দে তোর মনের কোঠার।

error: Content is protected !!