প্রানী সম্পদ বিকাশের লক্ষ্যে নিয়ে এগিয়ে যেতে কর্মশালা মগরাহাট পশ্চিমে

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে আজ প্রানী সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একটি আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রানী সম্পদ বিকাশের ক্ষেত্রে প্রান্তিক প্রানী পালক ও খামার পরিচালনা ক্ষেত্রে উন্নয়ন ক্ষেত্রে কি কি করনীয় তা তুলে ধরেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তারা । এবং প্রতিটি গ্রামের মানুষ যাতে কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করতে সকলের কাছে তুলে ধরেন। এবং দেশীয় হাঁস পালন ও মুরগির খামার এবং গরু ও ছাগল এবং শুকুর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে এবং উপকারীতা নিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন, এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজী মোবারক আলী ও মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর প্রানী সম্পদ উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য অশীম হালদার এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর প্রানী সম্পদ বিকাশ বিভাগের অধ্যাপক ডাক্তার প্রনব মজুমদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মধক্ষ্য আনজুয়ারা বেগম ও মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর খাদ্য কর্মধক্ষ্য মাহারুফ লস্কর এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর প্রানী সম্পদ বিভাগের স্হায়ী কমিটির সদস্যরা এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মধক্ষ্য এবং তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা ও প্রাণী সম্পদ বিভাগের খামারিরা।

error: Content is protected !!