ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারী বৃষ্টিপাত ও প্রবল প্রকৃতির দুর্যোগ এর কার এবং কঙসাবতী নদীর নদীর বন্যার কারণে মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকা জলের তলায়। উদ্ধার কাজে হাত লাগিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাদের কে সাহায্য করতে এগিয়ে এসেছেন প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যরা। বহু ঘরবাড়ি নস্ট হয়ে গেছে। উদ্ধার কাজ পুরো দমে চলেছে। শুকনো খাবার ও পানি জল এবং ছোট বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই সঙ্গে ঘাটালের কেঘাই ও কপ্তাই নদীর জল ছেড়ে দিয়েছে। ফলে বন্যার কবলে পড়েছে কয়েক লাখ মানুষ। বহু মানুষ কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রুগীদের কে বড মারফত হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং গর্ভবতী মায়েদের কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ সরকারি হাসপাতালে।
প্রকৃতিক দুর্যোগের কবলে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সুপার শ্রী ধৃতিমান সরকার আই পি এস ও পশ্চিম মেদিনীপুর জেলা শাসক জনাব খুরশিদ আলম আল কাদেরী । তবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন যে ঘাটাল মহাকুমার বিভিন্ন যায়গায় বসবাস কারী মানুষের কাছে যাতে খাবার ও পানি জল এবং ঔষধ পৌঁছে যায় তার নিশ্চিত করতে বলা হয়েছে। স্হানীয় প্রশাসনের কর্মকর্তারা বোড ও নৌকা করে সব কিছু দূরে সরিয়ে এবং জীবনের ঝুকি নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে গেছে। তবে কঙসাবতী নদী ও কেলেঘাই এবং কাপ্তাই নদীর জল না নামা পর্যন্ত জলের তলায় থাকবে বৃহত্তম ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকা।