অনলাইন ডেস্কঃ
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার ৩১শে জুলাই দুপুর সোয়া একটার পর সুপ্রিম কোর্ট আসেন তিনি। এসময় সিইসি'র সঙ্গে ছিলেন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি এটি সৌজন্য সাক্ষাৎ।
অবশ্য খুব বেশি সময় থাকেন নি সিইসি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা দুইটার দিকে সিইসি চলে গেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান বিচারপতির অবসরের আগে সাক্ষাৎ করতে এসেছিলেন।
এম,আর,হোসেন, নিউজবিডিজার্নালিস্ট২৪