মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বল্প মূল্যের উপহার যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে ঈদুল আযহার উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। সোমবার ২৬শে জুন দিনব্যাপী রামনগর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এ টিসিবি পণ্য বিতরণ করা হয়। অত্র ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান লাইফ এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে টিসিবি পণ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ জহিরুল ইসলাম, ইউপি সচিব মোঃ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোরশেদ হোসেন মনু, ইউপি সদস্য শরিফুল ইসলাম মিন্টু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য মারুফ হোসেন তরু, ইউপি সদস্য রাশেদ হোসেন, ইউপি সদস্য রামপ্রসাদ, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ খাতুন, ইউপি সদস্য নাছরীন খাতুন, ইউপি সদস্য ঝরণা বেগমসহ উপস্থিত গ্রাম পুলিশ। জানাযায় যশোরের ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ৯ টি ওয়ার্ডে স্বল্প মূল্যে কার্ড অনুযায়ী মোট ১৫১৫ জন হতদরিদ্রদের মাঝে ৩৪০ টাকায় ২ কেজি মুশুড়ির ডাল, ২ লিটার তৈল বিতরণ করা হয়।