আরিফুল ইসলাম আরিফ. কুড়িগ্রাম প্রতিনিধি:
১০.০৪.২৪ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন পরিষদ থেকে চাল উত্তোলনের টোকেন দিলেও চাল না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ১০ কেজি খাদ্যশষ্য (চাল) ভিজিএফ সহায়তা আসলে বড়ভিটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টোকেন সরবরাহ করা হয়। চাল বিতরণ শুরু হলে টোকেন সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন চাল নেওয়ার জন্য উপস্থিত হলে তারা জানতে পারেন চাল নেই। পরের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর শরণাপন্ন হলে চেয়ারম্যান বলেন চাল বিতরণ শেষ হয়ে গেছে। আর কোন চাল নেই। অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সুদৃশ্য ছবি সম্বলিত টোকেন হাতে থাকার পরও চাল না পেয়ে চরম হতাশাগ্রস্থ অনন্ত ১০টি পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
চাল না পাওয়া অভিযোগকারীরা জানান, প্রধানমন্ত্রী ঈদ করার জন্য গরীব অসহায় দুস্থ লোকদের জন্য ১০ কেজি করে ঈদ উপহার বিজিএফ এর চাল দিয়েছেন কিন্তু আমরা চাউলের প্লিপ পেলেও এ স্লিপের চাউল পাইনি। তারা আরও জানান আমরা গরীব মানুষ কাজ কামাই ফেলে ইউনিয়ন পরিষদের চাউল নেওয়ার জন্য চারটার আগে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি চাউল নাই চেয়ারম্যান কে বললে চেয়ারম্যান আমাদেরকে তাড়িয়ে দেয়। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে আমি চাল বিতরণ শেষ করেছি। পরে কেউ স্লিপ নিয়ে আসলে চাউল পাবে কিনা সেটি যারা দায়িত্বে ছিল তাদের ব্যাপার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।