প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে

লেখক: Champa Biswas
প্রকাশ: 9 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে প্রকৃতিক পরিবেশ গড়ার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রী সুমিত গুপ্ত আই এ এস।

তিনি বলেন যে ভাবে দিনের পর দিন প্রকৃতিক পরিবেশ নস্ট হয়ে যাচ্ছে তা থেকে আম আদমি কে বাঁচাতে গেলে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও শহরতলি তে তৈরি করতে হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। এর ফলে প্রকৃতিক পরিবেশ সৃষ্টি হবে এবং মানুষের জন্য কল্যাণকর হবে। এলাকার বর্জ্য পদার্থ যেখানে ফেলা হয় তা দিয়ে প্রকৃতিক পরিবেশে জৈব সার উৎপাদন করতে পারা যাবে।

তার জন্য সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে গ্রামের বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করা হবে প্রকৃতিক বান্ধব জৈব সার। এর ফলে সবুজ ফসলের উৎপাদন বাড়তে সাহায্য করতে পারে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার এ ডি এম শ্রী সৌমেন পাল এবং দক্ষিণ চব্বিশ পরগনার কঠিন বর্জ্য পদার্থ বিজ্ঞান গবেষণার কর্নধার শ্রী অনির্বাণ বোস এবং ডায়মন্ডহারবার মহাকুমা প্রশাসনিক আধিকারিক শ্রী শান্তনু বোস এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়নের বোর্ড এর আধিকারিক ও কালেক্টর আসিফ ইকবাল সেখ এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষক নেতা মইদুল ইসলাম উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না হাজরা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়নের অন্যান্য সদস্যরা। এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র টি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার মানুষ।

error: Content is protected !!