পূবাইলে ইজিবাইক চোর চক্রের নারীসদস্যসহ চারজন গ্রেফতার

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

আরিফা হক  (গাজিপুর) প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের এক নারী সদস্যসহ চার সদস্যকে চোরাইকৃত ব্যাটারি চালিত ১টি ইজিবাইকসহ গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৩৩), শফিকুল ইসলাম (২৮), তানিয়া হক (৩৬) ও রুবেল (৩৬)।

পূবাইল থানাধীন হায়দরাবাদ মিজান মার্কেট সংলগ্ন ভুতেরবান কালভার্টের উপরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রটিকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন- পূবাইল থানা এলাকার সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের এক নারী সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেন।

একটি সূত্র জানায়- এ ঘটনায় রানা (৪১) নামের আরও এক ব্যক্তিকে পূবাইল থানা পুলিশ গ্রেফতার করলেও রহস্যজনক কারণে তাকে মামলায় না জড়িয়ে থানার গারদে অজ্ঞাত কারণে প্রায় ১২ ঘন্টা আটক রেখে ছেড়ে দেয়।

অপর দিকে ছাড়া পাওয়ার পর রানা এ প্রতিবেদককে মুঠো ফোনে বলেন- আমি পূবাইল থানায় দীর্ঘ দিন সোর্সের কাজ করেছি। যে কারণে আমাকে তারা মামলায় না দিয়ে ছেড়ে দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।

error: Content is protected !!