পিছনের লোকজন
মিতালী রানী দাস
কাজ পারি না করিতে
লজ্জা ভয়ে সর্বদা
সংশয়ে সংকল্প সদা টলে
পিছনে লোকজন কি বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পিছনের লোকজন কি বলে।
হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পিছনের লোকজন কি বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি
নিরমল নয়নের জলে,
পিছনের লোকজন কি বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা
চলে যাই উপেক্ষার ছলে,
পিছনের লোকজন কি বলে।
মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পিছনের লোকজন কি বলে।
বিধাতা দিয়েছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ
শক্তি মরে ভীতির কবলে,
পিছনের লোকজন কি বলে।