পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি পালিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 weeks ago

হলাপ্রু মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সকল ষড়যন্ত্ররে বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন” এ শ্লোগানে খাগড়াছড়িতে গণ সমাবশে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার খাগড়াছড়িতে পৃথক পৃথক কর্সুচীর মাধ্যমে দিবসটি পালিত হয় । এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ হলরুমে এক গন সমাবেশের আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা)কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

গণ সমাবেশে বক্তারা বলেন, সরকার আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী আমাদেরকে সেধরণে সুযোগ সুবিধা দেয়া হয়নি। চুক্তির আগে যেভাবে জায়গা জমি বেদখল করা হয়েছিল চুক্তির পরে আরো দ্বিগুণ দখল করা হয়েছে। চুক্তিতে কিন্তু কথা ছিল বেদখল জায়গা গুলো ফেরত দেয়া হবে।

বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর পেরিয়ে গেলেও ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রনয়ন ও পার্বত্য জেলা পরিষদ নির্বাচন না দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন । তারা আরো বলেন চুক্তি নিয়ে পাহাড়ে অনেকে আশাবাদী ছিলেন, কিন্তু তা হয়নি।

বক্তারা আরো বলেন পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন করা না হলে, চুক্তি বাস্তবায়নে পাহাড়ের জনগন সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করতে বাধ্য হবেন। তাই পাহাড়ের স্থায়ী শান্তির জন্য সকল বাধা উপেক্ষা করে সরকারকে ভুমি বিরোধ নিস্পত্তিসহ চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।

বক্তব্য বক্তারা বলেন, জনগণের ভাগ্য নিয়ে ছিলি মিলে খেলার কোনো যুক্তি নেই। শিশু থেকে শুরু করে মা বোনরা ধর্ষণের শিকার হয়েছে। শান্তিচুক্তি পার্বত্য এলাকার মেহনতী নিপীড়িত নির্যাতিত মানুষের চুক্তি।

পার্বত্য এ চুক্তি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করলে পাহাড়ে শান্তি সম্প্রীতি উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে।

গন সমাবেশে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মীসহ বিভিন্ন জেলা, উপজেলা শাখার, নেতাকর্মী সহ জেলার বিভিন্ন এলাকার বাসীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে র্পাবত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবীতে জেলা সদরের মহাজনপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মলেনের আয়োজন করে সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহবান জানান । এ সময় নেতৃবৃন্দরা বাংলাদেশের সংবিধানের সাথে ২ ডিসেম্বর ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনরে দাবী জানান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিয়ার লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদ উল্লাহ,ছাত্র পরিষদের সভাপতি সুমন আহমদ প্রমূখ ।

এছাড়া পরিবতির্ত পরিস্থিতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সরকারী ভাবে এ দিবসটি শুধুমাত্র আলোচনা সভার মাধ্যমে পালন করে ।

এদিকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য বিগত সময়ে কার্যকর কোন আন্দোলন গড়ে উঠেনি বলে অভিযোগ করেন ইউপিডিএফ(প্রসীত) এর মুখপাত্র অংগ্য মারমা।তিনি বলেন চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতি (সন্তু) বা জেএসএস (এমএন লারমা) কোন আন্দোলন করলে তাতে সামিল হবে ।

অপরদিকে পার্বত্য চুক্তির সাংর্ষিক ধারাসমূহ সংশোধনরে দাবী জানিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরকি পরিষদ। এর আগে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে চট্টগ্রাম যুব সমিতি,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

error: Content is protected !!