অনলাইন ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রাক্তন জামাতার বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে রাশেদার স্বামী সুমন (৩২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাশুড়ি আঙ্কুরের নেছা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুল বাশার ইটভাটার শ্রমিক। রাশেদা তার একমাত্র মেয়ে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে পারিবারিকভাবে অশান্তি চলছিল। যৌতুকের জন্য রাশেদাকে প্রায় মারধর করত সুমন। এর জেরে গত ৫ মাস আগে চট্টগ্রামে সুমনের ভাড়া বাসা থেকে রাশেদাকে বাড়ি নিয়ে আসেন তার বাবা আবুল বাশার। পরে প্রথম স্বামীকে ডিভোর্স দেন রাশেদা।
ভবিষ্যতের কথা ভেবে মাসখানেক পর মেয়েকে আবারও বিয়ে দেন আবুল বাশার। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। এর জেরে সন্ধ্যায় ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। এর জেরে সন্ধ্যায় সুমন তার শ্বশুর বাড়ি এসে শ্বশুর আবুল বাশার, শাশুড়ি আঙ্কুরের নেছা, স্ত্রী রাশেদা বেগমকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা আবুল বাশার নিহত হন৷ গুরুতর আহত হন শাশুড়ি আঙ্কুরের নেছা।
এদিকে পুলিশ বলছে, ঘাতক সুমন মাদকাসক্ত। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পরপরই সে পালিয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪