জাবির আহম্মেদ জিহাদ(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ এলাকায় তানজিনা আক্তার (১) নামক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে তানজিনা আক্তার বাড়ির পিছনে গভীর পুকুরে পড়ে যায়।জানা যায় এক বছর বয়সি তানজিনা আক্তারের মা মোর্শেদা বেগম সকালে গরু বেধে দেওয়ার জন্য সদ্য কাটা পাটের ক্ষেতে যান।ক্ষেত থেকে ফিরে আসার পরে তার মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজা শুরু করেন।একপর্যায়ে শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে।
তানজিনা আক্তারের দাদি হাউসি বেগম জানান, সকাল ৬ টার দিকে বাড়ির উঠানে খেলছিল তানজিনা।এ সময় তার মা গরুর খাবারের সন্ধানে যান।এক পর্যায়ে তানজিনা উঠানের পাশেই পুকুরে পড়ে যান।কলেজ পড়ুয়া শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমি সকালে দেখি তানজিনার পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত।এ অবস্থায় কোনো এক সময় তানজিনা পুকুরে পড়ে যান ।চিনাডুলী ইউনিয়নের ৭,৮ও৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পারভিন বেগম ঘটনার নিশ্চয়তা করেন।