মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি:
কলেজে আসে নতুন বন্ধু নতুন ভালোবাসা, কলেজে সেই মুহুর্তগুলো থাকে এ্যালবামে গাঁথা এই স্লোগানকে সামনে রেখে , এইসএসসি ব্যাচ ২০১৭-২০২৪ইং আয়োজনে এক এক বর্ণাঢ্য গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে । এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বলেন, পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজের মাটি ঘাঁটি ততদিন থাকবে ততদিন থাকবে আমার নাম এমনি একটি মন্তব্য করেন কলেজের ইতিহাস সাবজেক্টের প্রভাষক রশিদুল ইসলাম রশিদ ।আজ (২৫ এপ্রিল) বেলা ১২টায় লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান পাটগ্রাম টিএন কলেজ শাখার আয়োজনে পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ হলরুমে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিএন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, রহিদুল ইসলাম রসিদ , সফিকুল ইসলাম বাপ্পী সহ বেশ কয়েকজন শিক্ষকও ছাত্র ছাত্রী বৃন্দ। এতে পাটগ্রাম উপজেলার প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রীদের গেট টুগেদার অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে ক্রাত ও গীতা পরিবেশন করেন ব্যাচের ছাত্র ছাত্রীরা । উক্ত ব্যাচের গেট টুগেদার যাদের আন্তরিক প্রচেষ্টায় ও সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে তারা হলেন: হুমায়ুন কবির, তারেক রহমান, রাজিম ইসলাম, রাহাদ ইসলাম, নাইম ইসলাম , নিরব ইসলাম, সামিউল ইসলাম প্রমুখ। আয়োজন করী নাইঈ ইসলাম বলেন , সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সকলের সহযোগিতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি অনেক অংশে সফল ও সুন্দর হয়েছে ।অনুষ্ঠান শেষে ব্যাচের সকলের মাঝে উৎকৃষ্ট মানের খাবার পরিবেশন করা হয় । এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।