প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
পাটগ্রামে সেফটি ট্যাংকের নির্মান কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
মিঠু মুরাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
সেফটি ট্যাংকের ভিতর থেকে কাঠ বাঁশ বের করার সময়, জ্ঞান হারিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আর একজন আহত হয়েছে । এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনায় ঘটে বলে জানা গেছে।
আজ শনিবার ১৫ এপ্রিল বেলা ১২ টায় শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি এলাকায় এরশাদ হোসেন সাজুর ছোট ভাই এর বাসায়, দুই জন নির্মান শ্রমিক সিফটি ট্যাংকের কাজ করতে যায়। সেফটি ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অক্সিজেন অভাবে ঘটনাস্থলেই গুরুত্ব অসুস্থ হয়ে পড়ে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করার জন্য সেফটি ট্যাংকের ভেতর চলে যান এরশাদ নামে আরেক জন। তবেই তিনি ভিতরে যাওয়া মাত্রই তিনি ও জ্ঞান হারিয়ে ফেলে ।
পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই মারা যান খাইরুল ইসলাম, এবং এর এরশাদ কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুবই দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, অহিদুল ছেলে খাইরুল ইসলাম (৩৫) তিনি বুড়িরবাড়ী গ্রামের (১নং) ওয়ার্ড এর বাসিন্দা এবং অপর আর একজন এরশাদ হোসেন (৩৬) তিনি বুড়িমারী কামের হাট ওয়ার্ড (০৭) এর বাসিন্দা।
চিকিৎসা করা জানান, খায়রুল ইসলাম সেফটি ট্যাংকি অক্সিজেনের অভাবে হাসপাতালে নিয়ে আসার আগেই সেখানে মারা গেছেন।
শ্রীরামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন মিয়া বলেন, বিষয়টি জানার পর ওই বাড়িতে গিয়েছিলাম।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়েছিলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত খায়রুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com