পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে‌ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জুলাস, জেলা পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক ইসলাম লাভলু।

এছাড়াও পাটগ্রাম পৌর যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমনসহ পাটগ্রাম পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা স্বৈরাচারী আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ সময় তাঁরা আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কখনোই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন সমর্থন করেনা। এবং ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সারাদেশের চলমান পরিস্থিতিতে কেউ যেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অরাজকতা সৃষ্টির করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

error: Content is protected !!