মিঠু মুরাদ,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে পাটগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ওমর ফারুক @ ফারুক রসুলগঞ্জ (স্টেশনপাড়া ৮ নং ওয়ার্ড পাটগ্রাম পৌরসভা) মৃত মনর উদ্দীনের ছেলে ।
জানা গেছে আজ (২০ই মে) সকাল অনুমানিক ৯.৫০ ঘটিকায় পাটগ্রাম জনৈক মোতালেব এর দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময় টিনের বেড়ায় শরীর স্পর্শ হলে টিনের সাথে বৈদ্যুতিক তার লেগে থাকায় এক শ্রমিক (কুলি) বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনা সত্য নিশ্চিত করে বলেন, পেঁয়াজের বস্তা নামানোর সময় টিনের বেড়ায় শরীর স্পর্শ হলে টিনের সাথে বৈদ্যুতিক তার লেগে থাকায় এক শ্রমিক (কুলি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।