পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
পাটগ্রাম পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম নাজু স্যারের স্মৃতি স্মরণে ৩য় আসরের নাজু স্যার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় পাটগ্রাম হেলিপ্যাড মাঠে, পাটগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ বনাম মির্জারকোট একাদশ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলে পাটগ্রাম ইউনিয়ন পরিষদকে হারিয়ে জয় লাভ করেন মির্জারকোট একাদশ।
উক্ত খেলায় কাদের এলাহী লাবলু সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, পাটগ্রাম পৌর শাখা, এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এম.পি, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু পূর্ণ চন্দ্র রায়, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা। রুহুল আমিন বাবুল, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা ও চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা। রাশেদুল ইসলাম সুইট, মেয়র, পাটগ্রাম পৌরসভা, মোফাজ্জল হোসেন লিপু ,ভাইস-চেয়ারম্যান, পাটগ্রাম উপজেলা শাখা সহ প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার পাটগ্রাম। ফেরদৌস ওয়াহিদ অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা।
প্রধান পৃষ্ঠপোষ্টায় মাহামুদুল হাসান সোহাগ, সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখা।