পাটগ্রামে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 7 months ago

পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধিঃ 

লালমনিরহাটের পাটগ্রামে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্বতি বৃদ্বির লক্ষ্যে সন্তষ্ট এনএসডি-টিউবেকটমী গ্রহীতা অবহতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার জোংড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানণ কেন্দ্র এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পরিাবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. মো: হারুনর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনার পরিচালক দেওয়ান মোর্সেদ কালাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপ-পরিচালক এবং পিএম (পিএমপি) ডা. গোপী নাথ বাসক, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, লালমনিরহাট পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক শেখ শাহীদুজ্জামান, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, লালমনিরহাট ডিষ্টিক্ট পরিবার পরিকল্পনার কনসালটেন্টে এফপিসিএস কিউআইটি ডা. খন্দকার শামছুল আলম, পাটগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান আলী, পাটগ্রাম (এমসিএইচ-এফপি) মেডিকেল অফিসার ডা. খুরশিদুল ইসলাম, জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ.বি সফিউল ইসলাম লাবু।

এসময় আরো উপস্তিত পরিবার পরিকল্পনার কর্মচারী ও সদস্য বৃন্দ। উক্ত অবহতকরণ কর্মশালা পাটগ্রাম উপজেলা পরিাবার পরিকল্পনা বস্তবায়ন করেন।

error: Content is protected !!