প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৩, ৯:০৩ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতে ৪হাজার কেজি বিশাক্ত আম বিনষ্ট
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নিশিদ্ধ রাসয়নিক পদার্থ মোশানো আম বাজার জাত করার সময় ৪হাজার কেজি আম জব্দ করে পিষ্ট করেছে ভ্রামম্যান আদালত। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে আমগুলো রাজধানী ঢাকায় বাজারজাত করার সময় জব্দ করা হয়। পরে শনিবার (২৯ এপ্রিল) সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের উপস্থিতে ভ্রামম্যান আদালতের মাধ্যমে সেগুলি পিষ্ট করা হয় । এসময় সেখানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা কাঞ্চন কুমার রায়, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার অধিকারী, উপ-পরিদর্শক সোলাইম্যান কবির সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সরকারী নির্দেশনা অমান্যকরে কিছু অসাধু ব্যাবসায়ী খাবার অনুপোযোগী আম রাসয়নিক পদার্থ মিশিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। গতকাল রাতে গোপন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাক ভর্তি অনুমান ৪হাজার কেজি আম জব্দ করে। আজ সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে সেগুলি পিষ্ট করা হয়। তিনি আরো জানান, নির্ধারিত সময়ের আগে আম ভাঙ্গা সহ কোন প্রকার ক্ষতিকর রাসয়নিক পদার্থ মেশালে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যাবসায়ীদের উদ্দেশ্য সতর্কবার্তা পৌঁছে দেন তিনি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com