পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে নাগরিক পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করে পরিষদের নেতৃবৃন্দরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে মুক্তমঞ্চ, শাপলা চত্বরে এসে জরো হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মো. আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ডালিম, জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সহ-সভাপতি জাহিদ হাসান, ছাত্র পরিষদ সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেছেন ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির পাকুয়াখালীতে পরিকল্পিতভাবে ৩৫ জন কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবি জানান। এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি বন্ধের দাবিও তুলেন তারা।