প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
পাইকগাছা শ্রীকণ্ঠপুর কে আর বিদ্যালয়ে পরীক্ষার আগেই নিয়োগ চূড়ান্ত
পাইকগাছা শ্রীকণ্ঠপুর কে আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ চূড়ান্ত। ওই পরীক্ষা বন্ধ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে দাবিতে করা হয়েছে। দু’জন নিয়োগ পরীক্ষার্থী এ অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীকণ্ঠপুর কে আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে ২০২৩ সালের ৭ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
মোট ২৭টি আবেদন জমা পড়ে। যার মধ্যে সভাপতি মিজানুর রহমানের দু-ছেলে, নিজ বৌমাসহ আপনজনরা থাকায় অভিযোগ হওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেন। পরে নিয়োগ বোর্ডের সভাপতি পরিবর্তন করেন ইসমাইল গাজীকে করা হয়। সেখানেও সভাপতি নাতিসহ আপন জন রয়েছে। তাছাড়া তারা কৌশল খাটিয়ে অবৈধ উপায়ে যাদের নিয়োগ দেবেন তা চূড়ান্ত করা হয়েছে। যাদের চূড়ান্ত করা হয়েছে তারা হলেন অফিস সহকারী সে সাবেক নিয়োগ বোর্ডের সভাপতির ছেলে মোঃ আল আমিন সরদার, নিরাপত্তাকর্মী বর্তমান নিয়োগ বোর্ডের সভাপতির নাতি বাকী বিল্লাহ, আয়া পদে সাবেক সভাপতির ছেলের স্ত্রী শাপলা খাতুন ও নৈশপ্রহরী পদে মাসুদ রানা। দু জন পরীক্ষার্থী মো. জাবের আহম্মেদ ও বিল্লাল সরদার এ অভিযোগ করেন।
এব্যাপারে নিয়োগ বোর্ডের সভাপতির মোবাইল ফোনে কল করা হলে। অপর প্রান্ত থেকে ছেলে মোবাইল ফোন রিসিভ করে তিনি বলেন মোবাইলে তিনি কথা বলবেন না। আমি তার ছেলে (আমার নাম বলব না)। কোনো কিছু না শুনে বুঝে স্কুলের নাম উল্লেখ করে বলেন তার কোনো দায় দায়িত্ব নেই বলে ফোনের লাইন কেটে দেয়। প্রধান শিক্ষকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com