পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
খুলনার পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। শনিবার সকাল সাড়ে ১১টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভার পূর্বেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।পরে প্রেসক্লাবের সভাপতি এ্যাড.এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, যে কোনো সমস্যা সুষ্ঠু সমাধানে আমি বিশ্বাসী।৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না।
পাইকগাছা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে পাইকগাছায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন,যুগ্ম-সম্পাদক এন ইসলাম,স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, জি এ গফুর,এসএম বাবুল আক্তার, এফএম বদিউর জামান,আবুল হাসেম, কৃষ্ণ রায়,আব্দুর রাজ্জাক বুলি ও আশরাফুল ইসলাম সবুজ। মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন,সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম, এসএম আলাউদ্দীন সোহাগ, সহ-সভাপতি আব্দুল আজিজ,এমআর মন্টু,প্রমথ রঞ্জন সানা,ইমদাদুল হক,বি সরকার,নজরুল ইসলাম,অমল কৃষ্ণ মন্ডল,পূর্ন চন্দ্র মন্ডল ও উজ্জ্বল কুমার দাস।