প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
উজ্জ্বল কুমার দাস, পাইকগাছা খুলনা প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি তদন্ত তুষার কান্তি দাস, পৌর প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কে এম আরিফুজ্জামান তুহিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক সভায় বক্তারা বলেন, ‘আমাদের প্রত্যেককে সতর্ক ও সচেতন হতে হবে। বাসা পরিষ্কার রাখতে হবে। সচেতন না হলে ডেঙ্গু আরও বাড়বে। তাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে এগিয়ে এলে এডিস মশা আর বংশ বিস্তার করতে পারবে না।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com