উজ্জ্বল কুমার দাস, পাইকগাছা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় পার করছে দেয়াল লিখনের কাজে। পাইকগাছার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র। শিক্ষার্থীদের রঙ তুলির শৈল্পিক ছোঁয়ায় যেন বদলে গেছে গোটা পাইকগাছা উপজেলা। পেশাদার শিল্পী না হলেও তাদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালগুলো । এ যেন এক ভিন্ন রুপের পাইকগাছা।
উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা, স্বাধীনতার জয়গান, তারুণ্যের উন্মাদনা, ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান।‘ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর, স্বাধীনতার সূর্যোদয়, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙ্গা, তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
পানি লাগবে পানি, ‘৩৬ শে জুলাই’, মোরা ঝঞ্চার মতো উদ্দাম’, তারা বিক্রি হতে পারে জনতা কখনো বিক্রি হয়না,জন্মেছি এক পতাকা তলে’- এ ধরনের বিভিন্ন স্লোগানে কোমলমতি শিক্ষার্থীরা রংতুলিতে গেয়েছেন সাম্যের গান, তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা।
দেয়াল গুলোতে স্থান পেয়েছে বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের লাল সবুজ পতাকা। মহান ভাষা আন্দোলনের রফিক, শফিক, সালাম, বরকত সহ ভাষা শহীদের কথা। রয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও মুগ্ধ’র আত্মত্যাগের কথা।
এভাবেই সমাজ সংস্কার ও অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য বিরোধী নানা চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উপজেলা পরিষদ, টেলিফোন এক্সচেঞ্জ, ভূমি অফিস ও সরকারি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল। সারাদিন পরিশ্রম করে কাজ করলেও শিক্ষার্থীদের মধ্যে যেন কোন ক্লান্তি নেই।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তারা দলে দলে বিভক্ত হয়ে দৃষ্টিনন্দন এ কাজ করছে। তাদের রঙ তুলির ছোঁয়ায় লেখা সমাজ সংস্কারের ভিন্ন ভিন্ন স্লোগান এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের নানা চিত্র মুগ্ধ করছে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কে। বুধবার দুপুরে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে। এসময় তারা বলেন আমরা অনিয়ম দুর্নীতি ও বৈষম্যহীন একটি রাষ্ট্র ও সমাজ চাই। আমরা নতুন ভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে। কোন বৈষম্য থাকবে না।
অধিকারের কথা বলতে গিয়ে আর কোন আবু সাঈদ, মুগ্ধ ভাইকে প্রাণ দিতে হবে না। আমাদের এই কথা গুলো আমর দেয়াল লিখনের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সকলের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছি।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু, পলক, আকসারা নেওয়াজ, টুকটুকি, শশী, কথা, জীম, লীমা, সেজুতি, উপমা, আনিকা, তুলি, লিজা, অহনা, সুমাইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।