পাইকগাছায় ১৫৫ টি মন্দিরে সার্বজনীন দুর্গোৎসব উদযাপিত হবে

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

 উজ্জ্বল কুমার দাস, পাইকগাছা, খুলনা, প্রতিনিধি:
 
 পাইকগাছায় ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫৫ টি মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পাইকগাছা উপজেলার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিৎ করেছে। আগামী ২০ অক্টোবর এ পুজা শুরু হবে। সুষ্ঠু,সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাহাতে  দুর্গোৎসব পালিত হয় সে ব্যাপারে সংগঠন দুটি পদক্ষেপ নিয়েছে। জানা গেছে পাইকগাছা পৌরসভা ৬ টি,হরিঢালী ইউনিয়ন ১৯ টি, কপিলমুনি ইউনিয়ন ১৯ টি,লতা  ইউনিয়ন ১৪ টি,দেলুটি ইউনিয়মে ১৫ টি, সোলাদানা ইউনিয়ন ১২ টি, লস্কর  ইউনিয়ন ১৭ টি,গদাইপুর ইউনিয়ন ৫ টি, রাডুলী ইউনিয়ন ২২ টি, চাঁদখালী  ইউনিয়ন ১৩ টি ও গডুইখালী ইউনিয়ন ১৩ টি মন্দিরে এ উৎসব উদযাপিত হবে বলে পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানান। ইতিমধ্যে সকল তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার সব পূজা মন্দিরের তালিকা পেয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন জানান, সরকারী সকল সুবিধা যেন সোনাতন ধর্মালম্বীরা পাই সে ব্যাপারে পূজা মন্দিরের তালিকা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।
error: Content is protected !!