পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার ও এনতাজ আলী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মরহুম শেখ রাজ্জাক আলী এর ৯৫ তম এবং পাঠাগারের সভাপতি ও ভাষা সৈনিক বেগম মাজেদা আলী এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঠাগার চত্বরে বৃক্ষরোপন, সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ, বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে আগস্ট ২০২৩ বুধবার বিকেলে ৪ টায় আবু হোসেন কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাঠাগারের সহ-সভাপতি এ্যাড জিএ সবুর। বিশেষ অতিথি এ্যাড বিপ্লব কান্তি মন্ডল, এ্যাড আব্দুস সাত্তার, এ্যাড শফিকুল ইসলাম, পাঠাগারের নির্বাহী সচিব শেখ কামরুল ইসলাম, গ্রন্থাগারিক কল্লোল মল্লিক। অনুষ্ঠানে ২০ জন পাঠক-পাঠিকা কে বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এবং বিগত কয়েক বছর আগে পাঠাগারের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগারের যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সাধু, এ্যাড নাদিরুজ্জামান, এ্যাড অনাদি মন্ডল, শেখ আজাদুল হক, শেখ আলতাফ হোসেন, শেখ জিয়াদুল ইসলাম, প্রনব কান্তি সাধু, শেখ ইনসান আলী, সুশান্ত বিশ্বাস, আশিকুর রহমান, নাসিম আহমেদ সহ পাঠাগারের শতাধিক সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।