উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
পাইকগাছায় বসত ঘর থেকে মুছা সরদার (৩৬) নামের এক হাফেজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। হাফেজ মুছা উপজেলার রাড়–লীর মৃত সুলতান সরদারের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, হাফেজ মুছা’র স্ত্রী সন্তান গত ২/৩ মাস আগে রাগারাগি করে বাড়ি থেকে চলে যায়। সেই থেকে মুছা একাই বাড়িতে থাকতো। থানা পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে স্ত্রীর উপর অভিমান করে মুছা ২/৩ দিন আগে নিজ বসত ঘরের আড়াই রশি দিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার দুপুরে তার বসত ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকার লোকজন ঘরের ভিতর উকি দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ২/৩ দিন আগে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।