পাইকগাছায় প্রতারণা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ শফিকুলের দেড় বছর কারাদন্ড

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলায় কয়রা উত্তর চক মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামীকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা জরিমানা করেছে আদালত। এবিষয়ে বাদি পক্ষের আইনজীবী এড. রেখা বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন পাইকগাছা পৌরসভার বাতীখালি গ্রামের বাচ্চু মোড়লের কাছ থেকে ১২/০৮/২০১২ সালে,কয়রা উত্তর চক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী জমি বিক্রির উদ্দেশ্যে বাচ্চু মোড়লের কাছ থেকে চেক মাধ্যমে ৩ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা গ্রহণ করেন।বিভিন্ন সময় তাগাদা দিলেও জমি বা টাকা ফেরৎ না দিয়ে নানান তাল বাহানা শুরু করেন শফিকুল।একপর্যায়ে বাচ্চু অধ্যক্ষের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন । আদালতের মামলা নং সি, আর ১০৯/১৪ উক্ত মামলায় সাক্ষ্য প্রমাণিত হলে বিচার কার্যক্রম শেষে আদালত বুধবার ০২/০৮/২০২৩ ইং তারিখে আসামির অনুপস্থিতিতে মামলার এ রায় প্রদান করেন বিচারক মো. আনোয়ারুল ইসলাম।

error: Content is protected !!