পাইকগাছায় চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান ও ছুরিকাঘাত করে সর্বস্ব লুট 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় একই পরিবারের ৪ সদস্যকে চেতনা নাশক  ছিটিয়ে অজ্ঞান করে ও একজনকে  ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।  বুধবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী অজ্ঞান ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানাগেছে  বৃহষ্পতিবার রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নে রাড়ুলী গ্রামের যাদু শিল্পি এস রহমানের বাড়িতে অজ্ঞান পাটি সদস্যরা ওই পরিবারে ৫ সদস্যকে চেতনা নাসক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকা সহ সোনাগহনা নিয়ে পালিয়ে যায়। এস রহমান বাড়িতে থাকেন না। অজ্ঞান হওয়া বেক্তিরা হলেন এস রহমানের ছোটভাই মেহেদী হাসান(টুকু)(৪২), দুই স্ত্রী শারমীন আক্তার(৩০), রানী বেগম(২৫)  রানী বেগমের দুই ছেলে ফয়াজ হাসান(১২) আরিজ হাসান(৭) অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। মেহেদী হাসান টুকুর স্ত্রী শারমীন আক্তার জানান, আমার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে। দুর্বৃত্তরা আমার স্বামী সহ বাচ্চাদের অজ্ঞান করে রাখে। আমি ভোররাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি। এ সময় দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকে গলায় ছুরি ধরে টান দিলে কেটে রক্ত ঝরতে থাকে। পরে তারা বলে এর পর আওয়াজ করলে গলাকেটে দিব। ভয়ে আমি কথা বলেনি। তারা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।  হাসপাতালে শারমীনের গলায় সেলাই দেয়া হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষটি নিয়ে কাজ করছে। আশাকরি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।
error: Content is protected !!