পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন নবাগত ইউএনও

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা, খুলনা, প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্প- ২এর নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।
সোমবার(২৮আগস্ট) সকালে উপজেলার কপিলমুনির উত্তর সলুয়া ও গদাইপুরের বিলপরাণমালীতে তিনি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন ও পূর্বে বরাদ্দ পাওয়া উপকারভোগী পরিবারের লোকজনের সাথে মতবিনিময় করেন।এ দিন তিনি উপজেলার হরিঢালীতে নতুন ঘরের স্থান ও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের নির্মাণ কাজ সঠিকভাবে করা হচ্ছে কি না তা তদারকি করার জন্য এই পরিদর্শনে আসা। তিনি আরো বলেন, আমি যতোগুলো নতুন নির্মানাধীন কাজ ও বসবাসরতো উপকার ভোগীদের বাড়ির কাজ দেখেছি তার সবগুলোই সন্তোষজনক। একইসাথে উপজেলার হরিঢালীতে নতুন ঘরের স্থান পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
error: Content is protected !!