বুলবু্ল হোসেন:
দীঘা পশ্চিমবঙ্গ সমুদ্র সৈকত ভারত বেলুমোয়িয়া উজান গেস্ট হাউসে সবুজ পৃথিবীর পক্ষ থেকে বৃক্ষরোপণে অংশগ্রহণে সর্ব কবি উপস্থিত ছিলেন, বিভূতি দাস, অসিত কুমার রায়, চিত্তরঞ্জন সরকার, সৌমেন বন্দ্যোপাধ্যায়, শ্যামল কুন্ডু,উদয় চক্রবর্তী,পরিতোষ ভৌমিক,রূপক মুখোপাধ্যায়, মল্লিকা রায়,বিদ্যুৎ বরণ বারিক,আনসারুল ইসলাম,সংহিতা, বিকাশ দাস, মুকুল সরকার, স্বপন বিশ্বাস,সৈকত পাল,জামাল ভড়,অরূপ গোস্বামী,সঞ্জয় কর্মকার,সমীর প্রামাণিক,মরণ ঋষি দাস,কিশোর কুমার মজুমদা
কবীর হুমায়ুন। সবুজ পৃথিবীর কালিহাতী উপজেলা শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি বলেন, সবুজ পৃথিবীর পক্ষ থেকে ১ লক্ষ এর উপরে বৃক্ষরোপণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে।
গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কাটিয়েছেন সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন,তার অবস্থান যেখানেই হোক। সে বারেবারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে যেতে। প্রকৃতি আমাদের দু’হাত ভরে দেয়, আবার আমাদের অসতর্ক অবহেলায় দু’হাত ভরা কেড়ে নেয়।
অতএব আমাদের এই প্রকৃতি একেক সময়ে একেক রূপ নেয়। আমাদের এই প্রকৃতি নিয়ে কত কবি-সাহিত্যিক কবিতা লিখেছেন ।