পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোরআন অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত।

প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহম্মদ (সঃ) এর শুভ আবির্ভাব ঘটে। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী নামে পরিচিত। এই দিনে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

এ দিন উপলক্ষে আজ সকালে খুলনা জেলার রূপসা থানার ডোমরা মধ্য পাড়া জামে মসজিদের কোরআন তেলাওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষ বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরণ করেন। ক- শাখায় প্রথম স্থান অধিকার করেন মোঃ সাদিকুর রহমান নূর। খ- শাখায় প্রথম স্থান অধিকার করেন, মা আয়েশা দিত্বীয় স্থান অধিকার করেন মোঃ মুরসালিন। গ- শাখার বাচ্চার মধ্যে প্রথম স্থান অধিকালাভ করেন তাবাসুৃম ও দ্বিতীয় অধিকার করেন সামিহা। ঘ- শাখার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মোঃ ছাইফান দিত্বীয় স্থান অধিকার করেন মোঃ আশিক ঙ- শাখার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মেহেরিমা।

এ সময় উপস্থিত ছিলেন মধ্য পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা নাদিম শেখ, মওলানা আব্দুল করিম, মোঃ আসাদুজ্জামান শেখ, মোঃ মিজানুর রহমান ফকির সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!