মোঃ আরিফুল ইসলাম (আরিফ)
জন্ম হলো খোদার ইচ্ছা,
তাতে নেইরে ভুল।
গাছের ডালে ফুটেও আমি,
গন্ধ বিহীন ফুল।
মোর কাঁদায়নি এমন কেহ,
আশ পাশেতে নেই।
যে যখনই পাইছে সুযোগ,
কাঁদায়ছে মোর সেই।
সব কুলেতে আঘাত আমার,
অশ্রু সিক্ত নয়ন।
নিত্য কত ক্ষুধার জ্বালা,
সইছে এ জীবন।
মহান খোদা সব কিছুতেই,
দয়ায় ভরা মন।
নাইরে শুধু আমার দেখার,
তাঁর দুটি নয়ন।
জীবন কানন সব কিছু তার,
তিনিই তার মালী।
সবার ভাগ্য লিখেছে যে,
তাঁর কলমের কালি।
অভাগা এই পথের পথিকের,
ভাগ্য লেখার বেলায়।
বিধির কলমের কালি বুঝি,
সেই সময়ে ফুরায়।
কোন দোষেতে দোষী আমি,
কি সে অপরাধ?
গরীব বলে সবাই আমার,
দিয়েছে তাই বাদ।
মানব সমাজ বড়ই কঠিন,
অর্থ না হলে,
বুক ভেসে যায় কেঁদে কেঁদে,
শুধু চোখের জলে।
নাইরে আমার দেখার কেহ
সবারই চোখ বন্ধ।
দেখেও ওরা দেখতে পায় না,
চোখ থাকিতে অন্ধ।