এস.এম দেলোয়ার জাহান:
"১টি গাছ কাটলে, ৩টি গাছ লাগান" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও পঞ্চমালার উদ্দোগ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গত ২৬ জুন থেকে পঞ্চমালার পক্ষ থেকে সদস্যদের প্রচেষ্টায় ১০ রকমের ফলজ,বনজ এবং ঔষধী অসংখ্য গাছ রোপন করা হয়।
অনেকের মাঝে চারাও বিতরণও করা হয়।
প্রতিবছর গ্রীষ্মের মৌসুমে প্রচন্ড গরমে মোকাবেলা করা এবং পৃথিবীকে সুন্দর করার জন্য পঞ্চমালার এই অসাধারণ উদ্যোগ।
পঞ্চমালার সদস্যদের মাঝে সবসময় ঐক্যবদ্ধতার বিদ্যমান।
কর্মসূচিতে পঞ্চমালার প্রতিষ্ঠাতা তাসনোভা তুশিন বলেন, এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজে অবদান রাখতে চায় সমাজের জন্য। গত বছরও আমরা এরকম কর্মসূচি পালন করেছি। এ বছরও তার বিকল্প নয়। সামনে আরো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমালা অবদান রাখতে চায় সমাজ তথা দেশের জন্য।