মোঃ পলাশ উদ্দীন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী মৌজায় পানি উন্নয়ন বোর্ডের শত কোটি টাকার জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে ভূমিদস্যুরা। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে পওর বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলীর কোনো উদ্যোগ নেই। দখলদারেরা সম্ভবত এতটাই শক্তিশালী যে তাদের কারণে মানুষের জীবন গেলেও তাদের স্পর্শ করার সুযোগ নেই।
যেভাবে পাউবো'র জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে তাতে মনে হয় না এখানে প্রশাসন বলে কিছু আছে। পাউবো কর্তৃপক্ষের কি কিছুই করার নেই? দখলদারদের সঙ্গে যোগসাজশ বা ভাগ-বাটোয়ারার সম্পর্ক না থাকলে তো এমন হওয়ার কথা নয়। ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ১১৩নং ভবভদ্রী মৌজায় পাউবো'র ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ থাকলেও আজও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী। তাদের এ উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত বিষয়টি তদন্ত করে তাদের জবাবদিহির আওতায় আনা ও দায়িত্বে অবহেলার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে আমরা অবিলম্বে আঞ্চলিক মহাসড়কের পাশে পাউবো'র জায়গায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ দেখতে চাই।