নুতন করে আশার আলো বাংলাদেশের, কয়লা আমদানী হচ্ছে ওমান থেকে

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বাস্থ্য সুত্রে জানা যাচ্ছে আজ ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ ওমান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেন বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আসে ১৯০১ সালে। সেই ১৯০১ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত ১০৭ বছর হয়।

এই ১০৭ বছরের মধ্যে অনেক দল সরকারে এসে দেশ পরিচালনা করেছেন। ২০০৮ সাল পর্যন্ত সব দল সব সরকার মিলে বিদ্যুৎ উৎপাদন ২৪০০ মেগাওয়াট পর্যন্ত নিতে সক্ষম হয়েছেন। মাত্র ২২ শতাংশ বাসা বা বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল।

২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে গত ১৪ বছরে বিদ্যুৎ উৎপাদন ২০০০০ মেগাওয়াটে উন্নীত করেছেন এবং শতভাগ বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এই সফলতার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না দিয়ে একটু লোডশেডিং হলেই আওয়ামী লীগের চৌদ্দ গোষ্টীকে সমালোচনা করে মাঝে মাঝে গালি দিতেও ভুলেন না কেউ! খুবই অবাক হই বিস্মিত হই!!

বর্তমান সারা বিশ্বে জ্বালানী সংকট, ডলার সংকট, বৈশ্বিক মন্দা বিরাজ করছে যা বড় বড় দেশকে ইয়া নাফসি ইয়া নাফসি করতে বাধ্য করেছে !
আমরা চিনি জানি এমন অনেক অনেক মানুষ আছে, যাঁদের বাড়িতে জীবনেও বিদ্যুৎ যাওয়ার কথা নয়! তাদের বাড়িতে ও আজ বিদ্যুতের আলোয় আলোকিত !

সেই লোকেরাও জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ না দিয়ে বরং গালি দেয় কারন মাঝে মাঝে কারেন্ট চলে যায় কেনো লোডশেডিং হয়! এটা নিয়েই আমরা সমালোচনা করতে থাকি, আমরা বড্ড অদ্ভুত বড্ড অকৃতজ্ঞ।

এস, এম রাকিব রাফসান/ নিউজবিডিজার্নালিস্ট ২৪

error: Content is protected !!