অনলাইন ডেস্কঃ
আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি) উল্লেখ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করার চ্যালেঞ্জ নিতে চায় ইসি। সেজন্য জনগণের আস্থা অর্জনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।’
রবিবার (১ অক্টোবর) সকালে ইসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে না পারার দায় প্রশাসন এড়াতে পারবে না। সেজন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে নিজ দায়িত্ব পালনের কঠোর হতে হবে। নির্বাচনে যেন আস্থার সংকট না থাকে সেভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সিইসি বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের কারণে বর্তমান ইসির ওপর চাপ বেড়েছে। তাই কমিশনের দায়িত্বও বেড়েছে। এসময় সব নির্বাচনী কর্মকর্তাকে নিরপেক্ষতার সঙ্গে ভোট অনুষ্ঠানে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখার আগে জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি।
সি বিশ্বাষ/নিউজবিডিজার্নালিস্ট২৪