নিজের দোকানের নিজেই ক্রেতা স্লোগান কে বাস্তবে রুপ দিতে উদ্বোধন হলো দুইটি সদাই পাতি দোকান

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মোঃ এমদাদুল হক:

যশোর মণিরামপুরে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর অর্থায়নে উলাসী সৃজনী সংঘ বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ বাস্তবায়নে,খানপুর ইউনিয়নের দক্ষিণ ভরতপুর ও উওর ভরতপুর গ্রামে দুইটি সদাই পাতি দোকান উদ্ভোদন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, বক্তব্য রাখেন, উলাসি সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উই প্রজেক্ট কোঅডিনেটর ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ, মোতাআক্কেল বিল্লাহ। উলাসি সৃজনী সংঘের আঞ্চলিক সমন্বয় কারী মোঃ হারুন-অর রশিদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা এসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্যা দাশ। সার্বিক দায়িত্ব পালন করেন। নারীর ক্ষমতায়ণ প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস।

error: Content is protected !!