নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর সম্পাদক ও প্রকাশক এর ব্যবহৃত হারানো ফোন উদ্ধার

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

অমিতাভ মল্লিক, প্রধান ক্রাইম রিপোটার :

নিউজ বিডি জার্নালিস্ট এর সম্পাদক রাকিব রাফসানের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল টি গত ২৫/০৪/২০২৩ হারিয়ে যায়,রাকিব রাফসান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনিরামপুর থানা একটি জিডি করেন, জিডি নম্বর ১২১১। পরবর্তীতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান থানার সেকেন্ড অফিসার আবু বক্কর এর দক্ষতার ভিত্তিতে একটি চৌকস টিম গঠন করতে নির্দেশ প্রদান করেন, মোবাইলটি উদ্ধারের জন্য । সেকেন্ড অফিসার আবু বক্কর মোবাইলটি উদ্ধারের অভিযানে নামেন। অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে এসআই সঞ্জয় ও এসআই কাজল চ্যাটার্জির দিনরাত নিরালাস পরিশ্রম করে গত কাল রোজ বৃহস্পতিবার ২৭ জুলাই বিকালে মোবাইলটি উদ্ধার করে সম্পাদক রাকিব রাফসানের হাতে হস্তান্তর করেন এ এস আই কাজল চ্যাটার্জী।
এ বিষয়ে সম্পাদক রাকিব রাফসান বলেন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান সাহেব, মনিরামপুর থানাতে যোগদানের পর থেকে, মনিরামপুর উপজেলার মানুষকে আর কোন কারনে অযথা হয়রানির শিকার হতে হয় না। কোন বিষয়ে অভিযোগ, জিডি বা ডাইরি করলে মনিরুজ্জামান সাহেব তাৎক্ষণিক ভাবে সমস্যাটি কিভাবে দ্রুত সমাধান করা যায় তার পদক্ষেপ গ্রহণ করেন। শেখ মনিরুজ্জামান অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মনিরামপুর থানা যেভাবে মাদক ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার হয়েছে তা সত্যিই অভাবনীয়। আমি নিজেই দেখেছি অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাহেব মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড রোধ করতে ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য গভীর রাত পর্যন্ত মনিরামপুর উপজেলা সমগ্র এলাকায় নিজেই টহল পুলিশের সাথে থাকেন, বিশ্বস্ত শিপাহশালা থানার সেকেন্ড অফিসার আবু বক্কর কে সাথে নিয়ে । পুলিশ জনগণের বন্ধু শেখ মনিরুজ্জামান সাহেব কে দেখলেই তা বোঝা যায়। পুলিশি কার্যক্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত শেখ মনিরুজ্জামান।

error: Content is protected !!