নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে সামাজিক সমস্যা। মাদক, জঙ্গী ও উগ্রবাদ, পথে-ঘাটে নারী উত্ত্যক্ত এবং নারীর প্রতি সহিংসতা রোধে সকলকে একসাথে কাজ করতে হবে। কোন ভাবেই তাদেরকে ছাড় দেয়া হবে না। সরকার নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন নীতি, আইন, কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনা তৈরি ও প্রতিরোধের মাধ্যমে সার্বক সহযোগিতা প্রদান করতে হবে। প্রশাসন সব সময়ে আপনাদের পাশে থাকবে। ধর্মের একটা বিশাল ঐতিহ্য আছে। অনেক সময় ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হতে। দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে পারলেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি সমুহের নেতিবাচক বাদ দিয়ে ভাল দিকগুলো ব্যবহারের মাধ্যমে সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদ, মাদক, জঙ্গিবাদ, নারী উত্ত্যক্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি, সে বিষয়ে আমাদের গভীরভাবে দৃষ্টি দিতে হবে।’
মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসায় মাদক, জঙ্গী ও উগ্রবাদ, পথে-ঘাটে নারী উত্ত্যক্ত এবং নারীর প্রতি সহিংসতা রোধে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান।
সোমবার দুপুরে মণিরামপুর থানা পুলিশের আয়োজনে মাদরাসার হলরুমে পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ এ,কে,এম, হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ, টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার সহকারী অধ্যাপক শামছুর রহমান, ফজলুর রহমান, প্রভাষক বদিউজ্জামান, মনিরুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রউফ, তবিবুর রহমান, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ারা খাতুন, রুমিছা খাতুন, রিজিয়া খাতুন, পরিচালনা পর্ষদের সদস্য মারুফ হোসেন, শরিফুল ইসলাম, থানা পুলিশের সদস্যবৃন্দ এবং মাদরাসার শিক্ষার্থীরা।