নারায়ে  তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত শ্রীপুরের সোনাতুন্দী ৩ ঈদগাহ ময়দান

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের ৩টি ঈপদের জামাতে অত্যান্ত উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করেছেন গ্ৰামবাসি ।

একমাস সিয়াম সাধনার পর আজ ১১ এপ্রিল ঈদুল ফিতরের নামাজ- সোনাতুন্দী উত্তরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় – দক্ষিণপাড়া সকাল ৯টায় ও মধ্যপাড়া গোরস্থান সংলগ্ন সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

 

নামাজ আদায় শেষে সকল মৃত ব্যক্তিদের প্রতি রুহের মাগফেরাত কামনা করা হয় ।

error: Content is protected !!