নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
কালো পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ বেদীতে পূষ্পার্পণ, শোক র্যালি, আলোচনাসভা, দোয়া মাহফিল ও গণভোজের মধ্য দিয়ে দিনভর নানা আয়োজনে মণিরামপুরে জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীর জনত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বেদীতে পূষ্পার্পণ শেষে মণিরামপুর পৌরসভা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তরুণ আওয়ামীলীগনেতা ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বশির আহমেদ খান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, আওয়ামীলীগ নেতা কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেইল, তপন বিশ্বাস পবন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় বাবু, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আজিম হোসেন, সুমন দাস, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের অপর একটি অংশ আলাদা ভাবে অনুরূপ কর্মসুচী পালন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জিএম মজিদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকিমিটির সদস্য আলহাজ্জ্ব এসএম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগনেতা হাসেম আলী, গৌর ঘোষ, সন্দীপ ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম, শ্রমিকলগি নেতা আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সাবেক যুবলীগনেতা আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহবুর রহমানসহ প্রমুখ।
এদিকে দিবসটি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদে আলোচনা সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলো শহীদ বেদীতে পূষ্পার্পনসহ নানা কর্মসুচী পালন করেন।