বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে, বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল বিশেষ কাজে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের হাতে গড়া স্বেচ্ছাসেবক দল আজ ৪৪তম বছরে পদার্পন করেছে। বর্তমানে আমাদের কাজ হচ্ছে দলকে গুছিয়ে, সাধারণ মানুষকে দলের প্রতি আকৃষ্ট করা। বিএনপি একটি জনপ্রিয় দল বাংলাদেশের জনগন বিএনপিকে ভালোবাসে, বিএনপির কোন মানুষ যেনো অন্য কোনো দলকে ভোট না দেয় সেদিকে নজর রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। তিনি বলেন আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি, দেখেছি ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মুক্তিযুদ্ধ। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ১৭ বছর কারারুদ্ধ জীবনযাপন করেছেন, তবুও আওয়ামী সরকারের নিকট মাথানত করেননি।
ওয়ান ইলেভেনের পর যখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ছিলেন, আবারও ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনেও হাতে মেহেদী লাগিয়ে, শতশত ছাত্র জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গেলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম শিপন ও বিএনপি নেতা এবিএম মিলন।
অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, বিএনপি নেতা আল আমিন পেস্তা,শফিকুল ইসলাম শফিক,আলহাজ্ব বুলবুল আহমেদ, মোজাফফর হোসেন,লুৎফর রহমান,শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক দলনেতা সুজন সরকার,শাহ আলম, বিজয়,তৌফিক,স্মরন সহ বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের জনসাধারণ।
শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মাওঃ মোঃ ছামসুল আলম মোল্লাহ।